আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তান

আমার দেশ অনলাইন

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তান
ছবি: জিও নিউজ

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে ৩১ বার তোপধ্বনি এবং প্রতিটি প্রাদেশিক সদর দপ্তরে ২১টি তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয়। পাকিস্তানের শান্তি, সংহতি এবং সমৃদ্ধি কামনা করে দেশজুড়ে প্রতিটি মসজিদে বিশেষ প্রার্থনা করা হয়। খবর জিও নিউজের।

দেশজুড়ে বিভিন্ন ভবন, রাস্তাঘাট এবং বাজার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি করা হয়েছে আলোকসজ্জা। লাহোরে আল্লামা ইকবাল এবং করাচিতে কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহর সমাধিতে রক্ষী পরিবর্তন অনুষ্ঠান হয়েছে।

বিজ্ঞাপন

বিক্রি হচ্ছে জাতীয় পতাকা, টুপি এবং সবুজ ও সাদা পোশাক। যানবাহন এবং ছাদে প্রদর্শিত হচ্ছে জাতীয় প্রতীক।

এই উপলক্ষে সরকারি ও বেসরকারি গণমাধ্যমগুলো মিডিয়া বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইসলামাবাদে পাকিস্তান স্মৃতিস্তম্ভে পতাকা উত্তোলন অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। শাকারপারিয়ান প্যারেড গ্রাউন্ডে একটি বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানে দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রদর্শন করা হবে।

প্রদর্শনীতে ট্যাঙ্ক, কামান, রকেট লঞ্চার, রাডার, সাঁজোয়া বাহক এবং বিমান প্রদর্শিত হবে।

দর্শনার্থীরা পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ফ্লাইপাস্ট, প্যারা-জাম্পিং প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামরিক ব্যান্ডের পরিবেশনাও উপভোগ করবেন।

ইসলামাবাদে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা করা হয়েছে। এসব উৎসবের মধ্যে রয়েছে শিল্প প্রদর্শনী, সঙ্গীত সন্ধ্যা এবং শিশুদের প্রতিযোগিতা।

ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর এবারের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে অন্যরকম আবহে। কারণ যুদ্ধে নিজেদের জয় দাবি করে পাকিস্তান।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন