আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে বাণিজ্য কমল ৪০ শতাংশ

আমার দেশ অনলাইন

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে বাণিজ্য কমল ৪০ শতাংশ
ছবি: সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের জেরে দুই দেশের মধ্যে বাণিজ্য কমেছে ৪০ শতাংশ। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পণ্যবাহী যান চলাচল। এর প্রভাব পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্যে। খবর টোলো নিউজের।

আফগানিস্তানের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২ দশমিক ৪৬১ বিলিয়ন ডলার। তবে ২০২৫ সালে ৬৯৫ মিলিয়ন ডলার কমে দ্বিপক্ষীয় বাণিজ্য ১ দশমিক ৭৬৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে পণ্য রপ্তানি ৮১৭ মিলিয়ন ডলার থেকে কমে ৫০৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আমদানি ১ দশিমিক ৬৪৪ বিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২৬১ বিলিয়ন ডলারে।

এমন পরিস্থিতিতে অর্থনৈতিক বিশ্লেষকেরা জোর দিয়ে বলছেন, আফগানিস্তানের একক বাণিজ্য অংশীদার বা ট্রানজিট রুটের ওপর নির্ভর করা উচিত নয়। তাদের যুক্তি হলো— ইরান, মধ্য এশিয়া এবং বিমানপথের মাধ্যমে বিকল্প করিডর তৈরি করলে পাকিস্তানের ওপর নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।

সীমান্ত সংঘর্ষের জেরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে প্রধান বাণিজ্যিক ক্রসিং, যেমন— তোরখাম ও স্পিন বোলদাক প্রায় তিন মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে এবং উভয় পক্ষের ব্যবসায়ীরাই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন