আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলার আকাশসীমায় বিমান চলাচলে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার আকাশসীমায় বিমান চলাচলে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার ভেনেজুয়েলার আকাশসীমা ও এর আশেপাশে পরিচালিত বেসামরিক বিমানগুলোর জন্য নতুন সতর্কতা জারি করেছে। সংস্থাটি সামরিক তৎপরতা বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি উল্লেখ করে বিমানগুলোকে ‘সতর্কতা অবলম্বন’ করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত মাসেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। জেটব্লুর এক পাইলট জানিয়েছেন, ভেনেজুয়েলার কাছে তার বিমান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমানের খুব কাছাকাছি চলে আসার কয়েকদিন পর নতুন সতর্কতা জারি করা হয়েছে। জেটব্লু ওই ঘটনা সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষকে অবহিত করেছে।

সতর্কতার কারণে ভেনেজুয়েলার আকাশসীমায় বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। অনেক আন্তর্জাতিক এয়ারলাইন দেশটির আকাশসীমা এড়িয়ে চলছে। পানামার বিমান সংস্থা কোপা জানিয়েছে, তারা কারাকাসে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়তে চাপ দেওয়ার অংশ হিসেবে ক্যারিবীয় সাগরে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং ভেনেজুয়েলার উপকূল বরাবর বারবার সামরিক বিমান উড়িয়েছে। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি ‘কার্টেল অফ দ্য সানস’ নামে একটি মাদক-সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছেন এবং তাকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।

মার্কিন বাহিনী সম্প্রতি ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে নৌকাগুলোর ওপর অভিযান চালিয়েছে, যার ফলে মাসব্যাপী কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন