প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। শুক্রবার এই স্বীকৃতি দেয়ার পাশাপাশি ইসরাইল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় তাদের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে। স্বীকৃতি দেয়ায় ইসরাইলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আফ্রিকা মহাদেশের এই অঞ্চলটির নেতা আবদিরহমান মোহাম্মদ আবদুল্লাহি। খবর বিবিসির।
১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয় সোমালিল্যান্ড। তবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কয়েক যুগ ধরে অপেক্ষা করছিল এই ভূখণ্ডের নিয়ন্ত্রণকারীরা। গত বছর প্রেসিডেন্ট হিসেবে আবদি রহমান মোহামেদ আবদুল্লাহি ক্ষমতা নেয়ার পর থেকে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছিল।
এদিকে, সোমালিয়ার প্রধানমন্ত্রীর অফিসের দুটি সূত্র জানিয়েছে, এই স্বীকৃতির পরপরই সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে সরকার। পাশাপাশি আরো বেশ কয়েকটি দেশ ইসরাইলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই ঘোষণা আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরাইল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাক্ষরিত একাধিক চুক্তির কথা উল্লেখ করা হয়।
সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি এই স্বীকৃতিকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ‘কৌশলগত অংশীদারত্বের’ সূচনা।
এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘এটি এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা ইসরাইলের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে সোমালিল্যান্ডের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করছি।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


নেতানিয়াহুর প্রতি হতাশ ট্রাম্পের উপদেষ্টারা
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের প্রভাবে বাতিল ১৮০০ ফ্লাইট