আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতা করবে ইরান

আমার দেশ অনলাইন
পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতা করবে ইরান
ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থ্যতা করবে ইরান। এ লক্ষ্যে আগামী সপ্তাহে তেহরান পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে নতুন করে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। খবর বার্তা সংস্থা মেহেরের।

প্রতিবেদেনে বলা হয়, গুরুত্বপূর্ণ এই বৈঠক আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে। এরআগে দোহা, ইস্তাম্বুল এবং জেদ্দায় কয়েক দফা আলোচনা হয়। তবে সবগুলো আলোচনাই ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

আসন্ন তেহরানের বৈঠকে চীন ও রাশিয়ার অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের আফগানিস্তান-বিষয়ক বিশেষ দূত মুহাম্মদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে আফগান সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন