আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালীতে তেল ট্যাংকার জব্দ করলো ইরান

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালীতে তেল ট্যাংকার জব্দ করলো ইরান
ছবি: আরব নিউজ

হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। ইরানের জলসীমায় ট্যাংকারটি জব্দ করা হয়। কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মতো হরমুজ প্রণালীতে তেল ট্যাংকার জব্দ করা হলো। খবর আরব নিউজের।

গত শুক্রবার এটি জব্দ করা হয়। তবে ইরান তাৎক্ষণিকভাবে আটকের বিষয়টি স্বীকার করেনি।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজ জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। পথেন ইরানি বাহিনী এটিকে আটক করে। শুক্রবার মার্কিন নৌবাহিনী ড্রোন দিয়ে জব্দের ঘটনা পর্যবেক্ষণ করে।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম এই ঘটনা স্বীকার করেছে। সাইপ্রাস-ভিত্তিক কলম্বিয়া শিপম্যানেজমেন্ট পরে এক বিবৃতিতে বলেছে যে উচ্চ সালফার গ্যাসোলিন বহনকারী ট্যাঙ্কারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে এবং জাহাজের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারের জন্য-সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং জাহাজের মালিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন