Ad T1

লিবিয়ায় দুটি গণকবর থেকে ৪৯ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৫
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৬

লিবিয়ার দক্ষিণ-পূর্ব মরুভূমির দুটি গণকবর থেকে প্রায় ৫০ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দেশটির নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।

বিবৃতি বলা হয়েছে, কুফরা শহরের একটি খামারের গণকবর থেকে প্রথমে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে একই কবর থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব লাশের দেহাবশেষ ময়নাতদন্ত করা হচ্ছে।

কুফরার নিরাপত্তা চেম্বারের প্রধান মোহাম্মদ আল-ফাদিল জানিয়েছে, একটি মানব পাচার কেন্দ্রে অভিযান চালানোর পর কুফরায় কমপক্ষে ৩০টি মৃতদেহসহ একটি পৃথক গণকবরও পাওয়া গেছে। তিনি আরও বলেন, জীবিতরা জানিয়েছেন কবরে প্রায় ৭০ জনকে সমাহিত করা হয়েছে। কর্তৃপক্ষ এখনও ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

লিবিয়াতে গণকবর শনাক্তের ঘটনা এটাই প্রথম নয়। গত বছর রাজধানী ত্রিপোলির দক্ষিণের শুয়ারিফ অঞ্চলের একটি গণকবর থেকে অন্তত ৬৫ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীদের একটি বড় অংশ লিবিয়া আসেন। তাদের নানা ধরনের দুর্বলতার সুযোগ গ্রহণ করে মানব পাচারকারী চক্রের সদস্যরা।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত