আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৩০

আমার দেশ অনলাইন

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৩০
ছবি: বিবিসি

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি গ্রামে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। সশস্ত্র ব্যক্তিরা হত্যাকাণ্ডের পাশাপাশি দোকানপাটে লুটপাট চালায়। পুলিশ জানিয়েছে, শনিবার কাসুওয়ান-দাজি গ্রামের কাছে একটি জঙ্গল থেকে হামলাকারীরা বেরিয়ে আসে এবং স্থানীয় বাজারে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় একজন সাংবাদিক বিবিসিকে জানান, সশস্ত্র সন্ত্রাসীরা দোকানপাট লুট করে এবং অনেক মানুষকে অপহরণ করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বন্দুকধারীরা মোটরসাইকেলে করে গ্রামে আসে, লোকজনকে জড়ো করে এবং গুলি করতে থাকে।’

সশস্ত্র হামলা ও অপহরণের ঘটনা নাইজেরিয়ায় বহুদিনের সমস্যা। তবে সাম্প্রতিক সময়ে দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে এমন ঘটনা আরো বেড়েছে। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা আবদুল্লাহি রোফিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসীদের ধরে নিয়ে হত্যা করা হয়েছে।

তিনি বিবিসিকে বলেন, ‘এলাকার মানুষ ভয়ে কাঁপছে। তারা লুকিয়ে আছে, কারও সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছে। তাদের ভয়, কথা বললে আবার একই পরিণতি হবে।’ নাইজার প্রদেশের পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, আহতদের সহায়তায় জরুরি দল পাঠানো হয়েছে এবং অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

পশ্চিম আফ্রিকার এই সরকার এসব অপরাধী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছে এবং তাদের মুক্তিপণ দেওয়াও আইনত নিষিদ্ধ। তবে অনেক সময় এ নিয়ম উপেক্ষিত হয় বলেও অভিযোগ রয়েছে।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...