আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের দিল্লিতে দেয়াল ধসে ৮ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
ভারতের দিল্লিতে দেয়াল ধসে ৮ জনের মৃত্যু
ছবি: এনডিটিভি

ভারতের রাজধানী দিল্লির হরিনগরে ভারী বৃষ্টিপাতের ফলে দেয়াল ধসে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, শনিবার সকাল ৯টার পর দুর্ঘটনার খবর পায় তারা। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, একটি পুরাতন মন্দিরের পাশে থাকা ঝুপড়িঘরের ওপর দেয়াল ভেঙ্গে পড়ে। সেখানে বর্জ্য সংগ্রহকারীরা বাস করতেন। দেয়াল ধসে পড়ার কারণে অনেকে নিচে আটকা পড়েন।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে নাম শনাক্ত করা হয়েছে। তারা হলেন- শাবিবুল, রাবিবুল, মুত্তু আলি, রুবিনা, ডলি, রুখসানা এবং হাসিনা। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নির্ধারিত হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাজধানীতে রাতভর ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লির সফদরজংয়ের প্রাথমিক আবহাওয়া কেন্দ্রে ৭৮ দশমিক ৭ মিমি, প্রগতি ময়দানে ১০০ মিমি, লোধি রোডে ৮০ মিমি, পুসায় ৬৯ মিমি এবং পালামে ৩১ দশমিক ৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গড় তাপমাত্রার চেয়ে ৩ দশমিক ২ ডিগ্রি কম।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন