আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৬, নিখোঁজ ১৪

আমার দেশ অনলাইন

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৬, নিখোঁজ ১৪

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে নৌকাটি উল্টে যায়। ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে জানান, দুর্ঘটনার পর স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

নাইজেরিয়ার ব্যস্ত নদীপথে নৌদুর্ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা বিধি না মানার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। দেশটির পানিপথে প্রতি বছর নৌকাডুবির ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...