আন্তর্জাতিক ডেস্ক
গাজা ও মিসরের রাফা সীমান্তে বুধবার থেকে পুনরায় বেসামরিক নজরদারি শুরু করবে ইউরোপীয় ইউনিয়ন। আমেরিকার মধ্যস্থতায় হওয়া হামাস-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখতে এই পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী জোটটি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস এ তথ্য জানান।
যুদ্ধবিরতির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের একটি দলকে মুক্তি দেওয়ার পর তিনি ওই পোস্টে বলেন, ইইউ তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। এই মিশন যুদ্ধবিরতি সফলভাবে কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউরোপের ২৭ দেশ নিয়ে গঠিত জোটটি গাজার রাফা ক্রসিং পর্যবেক্ষণের জন্য ২০০৫ সালে বেসামরিক নজরদারি শুরু করেছিল। এর মাত্র দুবছর পর হামাস গাজার নিয়ন্ত্রণ নিলে নজরদারি বন্ধ করে দেয় তারা।
এই মিশনটির নাম হলো ‘ইউরোপীয় ইউনিয়ন বর্ডার অ্যাসিসটেন্স মিশন টু রাফাহ (ইউবিএম রাফা)। এর মূল লক্ষ্য, গুরুত্বপূর্ণ এই ক্রসিংয়ে একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের উপস্থিতি নিশ্চিত করা। মিশনে ইতালি, স্পেন ও ফ্রান্সের পুলিশ অংশ নেবে। চলতি বছরের জানুয়ারিতে মিশনটি সীমিতভাবে পুনঃমোতায়েন করা হয়; কিন্তু মার্চে তা আবার স্থগিত করে। সোমবার জিম্মিদের মুক্তি দেওয়াকে স্বাগত জানিয়ে কালাস বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে ভূমিকা রেখে অসম্ভবকে সম্ভব করেছেন।
পৃথক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, শার্ম আল-শেখে গাজা শীর্ষ সম্মেলনে যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষর একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি লিখেছেন, আমেরিকা, কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় গৃহীত শান্তি পরিকল্পনাকে সম্পূর্ণরূপে সমর্থন করে তার জোট। ফিলিস্তিনি শাসন ও সংস্কারে অবদান রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে তারা।
শার্ম আল-শেখে ইইউর প্রতিনিধিত্ব করছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তা।
গাজা ও মিসরের রাফা সীমান্তে বুধবার থেকে পুনরায় বেসামরিক নজরদারি শুরু করবে ইউরোপীয় ইউনিয়ন। আমেরিকার মধ্যস্থতায় হওয়া হামাস-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখতে এই পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী জোটটি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস এ তথ্য জানান।
যুদ্ধবিরতির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের একটি দলকে মুক্তি দেওয়ার পর তিনি ওই পোস্টে বলেন, ইইউ তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। এই মিশন যুদ্ধবিরতি সফলভাবে কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউরোপের ২৭ দেশ নিয়ে গঠিত জোটটি গাজার রাফা ক্রসিং পর্যবেক্ষণের জন্য ২০০৫ সালে বেসামরিক নজরদারি শুরু করেছিল। এর মাত্র দুবছর পর হামাস গাজার নিয়ন্ত্রণ নিলে নজরদারি বন্ধ করে দেয় তারা।
এই মিশনটির নাম হলো ‘ইউরোপীয় ইউনিয়ন বর্ডার অ্যাসিসটেন্স মিশন টু রাফাহ (ইউবিএম রাফা)। এর মূল লক্ষ্য, গুরুত্বপূর্ণ এই ক্রসিংয়ে একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের উপস্থিতি নিশ্চিত করা। মিশনে ইতালি, স্পেন ও ফ্রান্সের পুলিশ অংশ নেবে। চলতি বছরের জানুয়ারিতে মিশনটি সীমিতভাবে পুনঃমোতায়েন করা হয়; কিন্তু মার্চে তা আবার স্থগিত করে। সোমবার জিম্মিদের মুক্তি দেওয়াকে স্বাগত জানিয়ে কালাস বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে ভূমিকা রেখে অসম্ভবকে সম্ভব করেছেন।
পৃথক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, শার্ম আল-শেখে গাজা শীর্ষ সম্মেলনে যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষর একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি লিখেছেন, আমেরিকা, কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় গৃহীত শান্তি পরিকল্পনাকে সম্পূর্ণরূপে সমর্থন করে তার জোট। ফিলিস্তিনি শাসন ও সংস্কারে অবদান রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে তারা।
শার্ম আল-শেখে ইইউর প্রতিনিধিত্ব করছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তা।
নাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৩ মিনিট আগেভারতের কেরালায় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হলেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ (বুধবার) সকালে হেলিকপ্টারটি অবতরণের সময়ে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারের ধাক্কায় নতুন হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। আটকে পড়ে হেলিকপ্টারটিও। যার ভিতরে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
২৯ মিনিট আগেভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৫ থেকে ১৬ শতাংশে নামিয়ে আনতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১ ঘণ্টা আগেদুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে