চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চলে ৬ মাত্রার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জিনজিয়াং প্রদেশে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। সাংহাই ডেইলির মতে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছের আকচি কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আকচি কাউন্টির সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে সচল রয়েছে।
সিইএনসি বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আকচি থেকে ৪১ দশমিক ১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮ দশমিক ৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পর্যবেক্ষণ করা হয়েছে।
সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

