
আমার দেশ অনলাইন

মিশরে ইসরাইল ও হামাসের মধ্যে শুরু হওয়া পরোক্ষ আলোচনার প্রথম দিনটি ইতিবাচকভাবে শেষ হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে আল জাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যম। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা পরিকল্পনা বাস্তবায়নের জন্য সোমবার থেকে আলোচনা শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) আবারো বৈঠকে বসবেন দু’পক্ষের প্রতিনিধিরা।
সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, লোহিত সাগরের পাশে শার্ম আল-শেখে অনুষ্ঠিত প্রথম দিনের বৈঠকটি ‘ইতিবাচক’ ছিল এবং বর্তমান আলোচনা কীভাবে অব্যাহত থাকবে তার জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।
হামাস প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের জানিয়েছে, গাজায় ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণ জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পথে চ্যালেঞ্জ তৈরি করছে।
হামাস প্রতিনিধিদলের সদস্য ছিলেন হামাস নেতা খলিল আল-হাইয়া এবং জাহের জাবারিন। গত মাসে কাতারে ইসরাইলের হামলা থেকে বেঁচে যান তারা।
মিশরের সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের তথ্য অনুযায়ী, প্রথম দিনের আলোচনায় বন্দি বিনিময়, যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ট্রাম্প দ্রুত ইসরাইলি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় প্রক্রিয়া শেষ করতে চাইছেন। এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ বন্ধে তার পরিকল্পনার অন্য অংশগুলো বাস্তবায়নের কাজে গতি আনতে চান তিনি।
এদিকে, গাজা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হামাস খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে। তাই তিনি মনে করেন, খুব শিগগিরই একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে।
আরএ

মিশরে ইসরাইল ও হামাসের মধ্যে শুরু হওয়া পরোক্ষ আলোচনার প্রথম দিনটি ইতিবাচকভাবে শেষ হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে আল জাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যম। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা পরিকল্পনা বাস্তবায়নের জন্য সোমবার থেকে আলোচনা শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) আবারো বৈঠকে বসবেন দু’পক্ষের প্রতিনিধিরা।
সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, লোহিত সাগরের পাশে শার্ম আল-শেখে অনুষ্ঠিত প্রথম দিনের বৈঠকটি ‘ইতিবাচক’ ছিল এবং বর্তমান আলোচনা কীভাবে অব্যাহত থাকবে তার জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।
হামাস প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের জানিয়েছে, গাজায় ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণ জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পথে চ্যালেঞ্জ তৈরি করছে।
হামাস প্রতিনিধিদলের সদস্য ছিলেন হামাস নেতা খলিল আল-হাইয়া এবং জাহের জাবারিন। গত মাসে কাতারে ইসরাইলের হামলা থেকে বেঁচে যান তারা।
মিশরের সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের তথ্য অনুযায়ী, প্রথম দিনের আলোচনায় বন্দি বিনিময়, যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ট্রাম্প দ্রুত ইসরাইলি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় প্রক্রিয়া শেষ করতে চাইছেন। এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ বন্ধে তার পরিকল্পনার অন্য অংশগুলো বাস্তবায়নের কাজে গতি আনতে চান তিনি।
এদিকে, গাজা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হামাস খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে। তাই তিনি মনে করেন, খুব শিগগিরই একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে।
আরএ

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক গোপন প্রতিবেদন সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের হাতে এসেছে। সেখানেই এই পরিকল্পনার কথা উঠে এসেছে।
৩৫ মিনিট আগে
লাতিন আমেরিকা অঞ্চলে বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরো বাড়বে এবং ভেনিজুয়েলার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টা আরো জোরালো হবে বলে মত বিশ্লেষকদের।
১ ঘণ্টা আগে
গাজা যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরের পর ইসরাইলি সমর্থনপুষ্ট গাজার সশস্ত্র গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব আন্তর্জাতিক সুরক্ষা দাবি করেন। পরিকল্পিত লুটপাট, ইসরাইলকে সহযোগিতা এবং ফিলিস্তিনিদের হত্যার জন্য বিচারের ভয়ে তিনি এই সুরক্ষা দাবি করেন।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে টমোটো। দেশটির গণমাধ্যম ডন জানায়, বন্যা এবং ফসলের অনেক ক্ষতি সত্ত্বেও পাকিস্তানের ইতিহাসে টমোটোর দাম কখনোই এত বেশি ছিল না। এটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
১৫ ঘণ্টা আগে