আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলা উপকূলে বিশাল ট্যাংকার জব্দের ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন
ভেনেজুয়েলা উপকূলে বিশাল ট্যাংকার জব্দের ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে একটি বৃহদাকারের ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১০ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও ঘটনাটি স্বীকার করে জানিয়েছেন, বিকেলে মার্কিন কোস্ট গার্ড জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। তবে কোন ট্যাংকারটি আটক করা হয়েছে, সেটিতে জ্বালানি ছিল কি না, কিংবা এটি কোথা থেকে এসে কোথায় যাচ্ছিল— সেসব তথ্য প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা ঠিক এখনই ভেনেজুয়েলা উপকূলে একটি বিশাল ট্যাংকার জব্দ করেছি… খুব বড় ট্যাংকার, সম্ভবত এটাই সবচেয়ে বড়।” তিনি আরও ইঙ্গিত দেন যে, এ ঘটনার পাশাপাশি আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা পরে প্রকাশ করা হবে।

জব্দ হওয়া তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রাখবে বলেও জানান তিনি।

এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি সামাজিকমাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা ও ইরানের জ্বালানি পরিবহনের কারণে ট্যাংকারটি আটক করা হয়েছে। তার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে নেমে জাহাজটি দখলে নিচ্ছেন।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা

হাদির ওপর গুলির ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত করার দাবি

হাদির মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন: বিশেষ সহকারী

এগুলো হাসিনাও করতো— প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে নুর

এলাকার খবর
খুঁজুন