Ad T1

হারেৎজের প্রতিবেদন

ইসরাইলের টানা আগ্রাসনেও অক্ষত হামাসের ৭৫ শতাংশ সুড়ঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৬: ৫৮
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের দেড় বছরের আগ্রাসনের পরেও মাটির নিচে তৈরি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৭৫ শতাংশ সুড়ঙ্গ এখনো অক্ষত রয়েছে। রাতদিন অবিরাম বোমা হামলা চালালেও গাজায় মাত্র ২৫ শতাংশ সুড়ঙ্গ ধ্বংস হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরাইলি সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় হারেৎজ।
ইসরাইলি সামরিক কর্মকর্তারা জানান, গাজায় মাটির নিচে তৈরি বিশাল সুড়ঙ্গের বেশিরভাগই অক্ষত রাখতে পেরেছে হামাস। ইসরাইল মাত্র ২৫ শতাংশ সুড়ঙ্গপথ ধ্বংস করতে পেরেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ১৮ মাসের যুদ্ধের পরেও এখনো হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের অস্ত্র ও মিসাইল তৈরির সক্ষমতা রয়েছে। ইসরাইলি সামরিক কর্মকর্তাদের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে গাজায় আল-কাসসাম ব্রিগেডের অধীন অন্তত ৪০ হাজার যোদ্ধা রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের অভিযানের আগে এ সংখ্যা ছিল ২০ থেকে ৩০ হাজারের মধ্যে।
আমেরিকার গোয়েন্দা সূত্রমতে, চলতি বছরের শুরুতে প্রথম যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে হামাস অন্তত ১৫ হাজার যোদ্ধাকে হারায়। নতুন করে একই সংখ্যার যোদ্ধা অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি।
১৫ মাস টানা আগ্রাসনের পর ইসরাইলি বাহিনীর সঙ্গে গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলোর ৪২ দিনের জন্য প্রথম ধাপের যুদ্ধবিরতি হয় চলতি বছরের ১৯ জানুয়ারি। এর পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও ইসরাইল আলোচনায় অংশ না নিয়ে গত ১৮ মার্চ থেকে আবার গাজাজুড়ে হামলা শুরু করে। ১৮ মাসের পুরো আগ্রাসনে গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত