আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পার্লামেন্টে অনুমোদন

ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দিল স্পেন

আমার দেশ অনলাইন
ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দিল স্পেন
ছবি: আল জাজিরা

গাজায় গণহত্যা চালানোর প্রতিবাদে ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে স্পেনের পার্লামেন্ট। নিষেধাজ্ঞার অনুযায়ী, ইসরাইলে অস্ত্র, দ্বৈত-ব্যবহারের প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম বিক্রি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। খবর আল জাজিরার।

বুধবার আইনপ্রণেতারা নিষেধাজ্ঞার বিষয়ে একটি প্রস্তাবে ভোট দেন। প্রস্তাবের পক্ষে ১৭৮টি আর বিপক্ষে পড়ে ১৬৯টি ভোট। গত সেপ্টেম্বরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দেয়া একটি ডিক্রি অনুমোদন করেছে পার্লামেন্ট।

বিজ্ঞাপন

গাজায় ইসরাইলের হামলার সমালোচকদের মধ্যে একজন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, ‘২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের ভয়াবহ হামলার প্রতি ইসরাইলের প্রতিক্রিয়া ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এক নির্বিচার আক্রমণে পরিণত হয়েছে, যাকে বেশিরভাগ বিশেষজ্ঞ গণহত্যা বলে অভিহিত করেছেন।’

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ ভোটকে ‘একটি দীর্ঘ প্রক্রিয়ার শেষ ধাপ’ হিসেবে বর্ণনা করেছেন।

ইসরাইলের ওপর চাপ বাড়াতে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে সানচেজ গত মাসে নিষেধাজ্ঞাকে ‘আইনগতভাবে সুসংহত’ করার জন্য একটি ডিক্রি জারি করেছিলেন।

এই আইনে ইসরাইলে প্রতিরক্ষা সরঞ্জাম, পণ্য এবং সকল ধরনের প্রযুক্তি পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে এবং ইসরাইল থেকে এই জাতীয় পণ্য আমদানিও নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞায় সম্ভাব্য সামরিক ব্যবহারের জন্য জ্বালানি বা উপকরণের পরিবহনও অন্তর্ভুক্ত রয়েছে। এর অর্থ হলো, এই জাতীয় পণ্য বহনকারী জাহাজ এবং বিমান স্প্যানিশ বন্দর এবং আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন