আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের ওড়িশায় সংঘর্ষের জেরে চলছে কারফিউ, গ্রেপ্তার ৮

আমার দেশ অনলাইন
ভারতের ওড়িশায় সংঘর্ষের জেরে চলছে কারফিউ, গ্রেপ্তার ৮
ছবি: এনডিটিভি

দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ওড়িশার কটকে জারি করা কারফিউ অব্যাহত রয়েছে। সেইসঙ্গে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। সোমবার সহিংসতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

রোববার পুলিশের ওপর বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি, ড্রোন ও মোবাইল ফুটেজ খতিয়ে দেখে আরও অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ অক্টোবর) রাতে দরগা বাজার এলাকায় বিসর্জন শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতি ও পাথর ছোড়াছুড়িতে গড়ায়। এতে কটকের ডেপুটি কমিশনার অব পুলিশ খিলাড়ি ঋষিকেশ দন্যাদেওসহ ২৫ জন আহত আহত হন।

শনিবার রাতের সহিংসতার পর রোববার বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল র‌্যালি বের করে। র‌্যালিটি দরগা বাজার দিয়ে অতিক্রম করার সময় একাধিক দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে।

উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কটক পৌরসভা এলাকা, সিডিএ ও সংলগ্ন অঞ্চলে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমও বন্ধ থাকবে।

পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয় কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়। একই সময় পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট সেবা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন