আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের ক্ষতিগ্রস্ত এলাকায় বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা

আমার দেশ অনলাইন
ইসরাইলের ক্ষতিগ্রস্ত এলাকায় বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হাসপাতালে না যেতে সাধারণ মানুষকে অনুরোধ দেশটির পুলিশ। কারণ ক্ষতিগ্রস্ত হাসপাতালটি 'বিপজ্জনক পদার্থ' থাকার আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েক দিনের মধ্যে আজ বৃহস্পতিবার ইসরাইলে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

বিজ্ঞাপন

ইসরাইলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর সোরোকা হাসপাতাল ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ধোঁয়ার বড় বড় কুণ্ডুলি, ভাঙা জানালা এবং লোকজনকে দেখা গিয়েছে চিৎকার করে করিডোর দিয়ে ছুটতে।

এক সেনা মুখপাত্র বলেছেন হাসপাতালটি ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ হয়েছে। এখন লোকজনকে এই এলাকা থেকে দূরে থাকতে বলা হচ্ছে কারণ ‘বিপজ্জনক পদার্থের ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকায় থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে।

ইসরাইলের অন্যান্য স্থানেও হামলার খবর পাওয়া গিয়েছে। তবে তা এখনও নিশ্চিত নয়।

বিবিসির সংবাদদাতা বলছেন যখন ক্ষেপণাস্ত্রগুলো এসে পড়ছিল তখন জেরুজালেম থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছে। আর তা অবশ্যই কয়েক দিনের মধ্যে সবচেয়ে জোরালো ছিলো।

সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন