ভারতীয় তেজস যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা স্থগিত করেছে আর্মেনিয়া। দুবাইয়ে গত শনিবার ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নিলো দেশটি। খবর দ্য জেরুজালেম পোস্টের।
আর্মেনিয়া ভারত সরকার এবং বিমান প্রস্তুতকারক এইচএএলে সঙ্গে ১ দশমিক ২ বিলিয়ন ডলারে ১২টি বিমান কেনার বিষয়ে আলোচনা করছিল। তবে এখন আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি।
ভারত ১৯৮২ সাল থেকে তেজস যুদ্ধবিমান তৈরি শুরু করে। দেশটির অস্ত্র আমদানি ও রপ্তানি উভয় দিকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা রয়েছে।
শত শত ভারতীয় মিগ-২১ বিমানের জায়গায় নতুন যুদ্ধবিমান যুক্ত করার উদ্দেশ্যে তেজস তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত, ভারতীয় বিমান বাহিনী প্রথম উৎপাদন থেকে মাত্র ৪০টি তেজস বিমান পেয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান ইউরোপের ৪ দেশের