পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে পারে তার দেশ। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তিনি হুঁশিয়ারি দেন। তিনি আফগান সরকারের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগ করেন। খবর জিও নিউজের।
পাকিস্তানে অল্প সময়ের ব্যবধানে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ক্যাডেট কলেজ ওয়ানাকে লক্ষ্য করে এবং আরেকটি ইসলামাবাদে।
জিও নিউজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, দুটি হামলার পর আফগানিস্তানের অভ্যন্তরে হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
পাকিস্তানে হামলার নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে আফগানিস্তানের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এই ধরনের অনুশোচনা আন্তরিকতার প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না।
তিনি বলেন, ‘আফগান তালেবানদের আশ্রয়ে থেকে বারবার আমাদের ওপর আক্রমণ করা হচ্ছে।’
পাকিস্তানের বিরুদ্ধে হামলার বিষয়ে ভারত ও আফগানিস্তানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যেকোনো হামলার সমুচিত জবাব দেয়া হবে।
খাজা আসিফ আরো বলেন, পাকিস্তান কখরো প্রথমে কোনো সামরিক অভিযান শুরু করবে না। তবে হামলা হলে তার কঠোর জবাব দেবে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়।
আরএ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে পারে তার দেশ। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তিনি হুঁশিয়ারি দেন। তিনি আফগান সরকারের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগ করেন। খবর জিও নিউজের।
পাকিস্তানে অল্প সময়ের ব্যবধানে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ক্যাডেট কলেজ ওয়ানাকে লক্ষ্য করে এবং আরেকটি ইসলামাবাদে।
জিও নিউজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, দুটি হামলার পর আফগানিস্তানের অভ্যন্তরে হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
পাকিস্তানে হামলার নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে আফগানিস্তানের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এই ধরনের অনুশোচনা আন্তরিকতার প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না।
তিনি বলেন, ‘আফগান তালেবানদের আশ্রয়ে থেকে বারবার আমাদের ওপর আক্রমণ করা হচ্ছে।’
পাকিস্তানের বিরুদ্ধে হামলার বিষয়ে ভারত ও আফগানিস্তানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যেকোনো হামলার সমুচিত জবাব দেয়া হবে।
খাজা আসিফ আরো বলেন, পাকিস্তান কখরো প্রথমে কোনো সামরিক অভিযান শুরু করবে না। তবে হামলা হলে তার কঠোর জবাব দেবে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়।
আরএ

কলম্বিয়ার সামরিক বাহিনী আমাজন অঞ্চলে মাদক পাচারকারী এক গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে অন্তত ১৯ জন যোদ্ধাকে হত্যা করেছে। মঙ্গলবার দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
৬ মিনিট আগে
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের সেনাবাহিনী গাজায় ৬৯,০০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গাজা যুদ্ধে আহত হয়েছেন আরো ১৭০,০০০ জন। দুই বছর ধরা ইসরাইলের হামলায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে গাজা উপতক্যা। এরই মধ্যে গাজা যুদ্ধে ইসরাইলের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে তথ্য প্রকাশ
৬ মিনিট আগে
গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে বিবিসি ভেরিফাই বলছে, হামাসের সঙ্গে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর ইসরাইল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে।
১৭ মিনিট আগে
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে আফগানিস্তানে প্রতি ১০টির মধ্যে ৯টি পরিবার টিকে থাকার জন্য খাবার বাদ দিচ্ছে, সম্পদ বিক্রি করছে বা ঋণ নিচ্ছে।
৪১ মিনিট আগে