আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১০, নিখোঁজ ৮০

আমার দেশ অনলাইন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১০, নিখোঁজ ৮০
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে ভূমিধসের পর উদ্ধার কার্যক্রমে উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি আবাসিক এলাকায় ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১০ জন হয়েছে। নিখোঁজ হওয়া ৮০ জনের সন্ধানে পুনরায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার ভোরে পাহাড়ি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। আগের দিন থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আগেই সতর্ক করেছিল যে পশ্চিম জাভা ও আশপাশের কয়েকটি অঞ্চলে এক সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাত হতে পারে। খবর রয়টার্সের

বিজ্ঞাপন

জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পাসির লাঙ্গু গ্রামের বাসিন্দা ৩৬ বছর বয়সী দেদি কুর্নিয়াওয়ান জানান, তিনি জীবনে এই এলাকায় এমন বড় ভূমিধস আগে দেখেননি। তিনি বলেন, কখনো কখনো কাছের নদী থেকে ছোটখাটো বন্যা হতো, কিন্তু এবার ভূমিধসটি সরাসরি বনাঞ্চল থেকে নেমে এসেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে কম্পাস টিভি জানায়, অস্থির ভূখণ্ড ও টানা বৃষ্টির কারণে উদ্ধারকর্মীরা শনিবার ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে পারেননি। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে পশ্চিম জাভার বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী জাকার্তা ও তার আশপাশে একাধিক বন্যার খবর পাওয়া গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে ও উঁচু ভূমিতে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই মাস আগে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়-সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১,২০০ জন নিহত হন। ওই দুর্যোগে ঘরবাড়ি ধ্বংস হয় এবং দশ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। নতুন এই ভূমিধস আবারও ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন