
আমার দেশ অনলাইন

গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতিতে তুরস্কের ভূমিকা প্রশংসা করেছে জার্মানি। আঙ্কারা সফরের আগে বার্লিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতে তুরস্ক তার মধ্যস্থতার ভূমিকার মাধ্যমে গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতিতে অবদান রেখেছে।”
শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির মাধ্যমে এমন অনেক কিছু অর্জন করা হয়েছে, যা কয়েক সপ্তাহ আগেও অসম্ভব মনে হচ্ছিল। গাজার জনগণের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের পথে কাজ শুরু হয়েছে।”
তিনি জানান, জার্মানি ও তুরস্ক একসঙ্গে মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং দীর্ঘমেয়াদী শান্তির জন্য ঘোষিত ২০-দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, হামাসের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, তুরস্ক সফরের সময় জোহান ওয়াদেফুল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় গাজা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতিতে তুরস্কের ভূমিকা প্রশংসা করেছে জার্মানি। আঙ্কারা সফরের আগে বার্লিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতে তুরস্ক তার মধ্যস্থতার ভূমিকার মাধ্যমে গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতিতে অবদান রেখেছে।”
শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির মাধ্যমে এমন অনেক কিছু অর্জন করা হয়েছে, যা কয়েক সপ্তাহ আগেও অসম্ভব মনে হচ্ছিল। গাজার জনগণের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের পথে কাজ শুরু হয়েছে।”
তিনি জানান, জার্মানি ও তুরস্ক একসঙ্গে মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং দীর্ঘমেয়াদী শান্তির জন্য ঘোষিত ২০-দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, হামাসের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, তুরস্ক সফরের সময় জোহান ওয়াদেফুল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় গাজা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলতি বছর রেকর্ড তৈরি করা গরমের পর আইসল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো মশার উপদ্রব দেখা গেছে। শীতপ্রধান দেশটি বিশ্বের মশামুক্ত দুই অঞ্চলের একটি হিসেবে পরিচিত ছিল। মশামুক্ত অপর অঞ্চল অ্যান্টার্কটিকা।
২৪ মিনিট আগে
হামাস জানিয়েছে, তারা সকল ফিলিস্তিনি পক্ষের সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাতকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম একথা জানান। সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
৩৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষ দিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ‘তাদের গাজা এবং ইরান নিয়ে সমস্যা ছিল। এখন এই দুটি সমস্যা আর নেই।’
১ ঘণ্টা আগে
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করলে ইসরাইলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা। বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিল পাস করেছে ইসরাইলের পার্লামেন্ট। এর প্রতিক্রিয়ায় এ সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র।
১ ঘণ্টা আগে