আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সর্বাধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সর্বাধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন
সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্য থেকে তাদের নতুন নৌযান ভাসিয়ে এনেছে যা রাজ্যের তুওয়াইক প্রকল্পের অধীনে নির্মিত চারটি বহু-মিশন যুদ্ধ জাহাজের মধ্যে প্রথম।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এই সপ্তাহে সৌদি আরব তাদের সর্বশেষ নৌযান ‘হিজ ম্যাজেস্টি কিং সৌদ’ জাহাজটি আনুষ্ঠানিকভাবে পানিতে নামিয়েছে। এটি সৌদি আরবের তুয়াইক প্রকল্পের আওতায় নির্মিত চারটি বহুমুখী যুদ্ধজাহাজের প্রথমটি।

আল আরাবিয়া এক প্ররতিবেদনে জানায় রয়্যাল সৌদি নেভাল ফোর্সেসের (আরএসএনএফ) জন্য নির্মিত এই জাহাজটি সৌদি আরবের নৌবহর আধুনিকায়নের বৃহত্তর পরিকল্পনার অংশ। উন্নত প্রযুক্তি সংযোজন, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর সামরিক প্রস্তুতির মাধ্যমে নৌবাহিনীকে আরও শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তুয়াইক প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতের সামুদ্রিক হুমকি মোকাবিলায় একটি দ্রুতগামী ও আধুনিক নৌবাহিনী গড়ে তুলতে চায় রিয়াদ।

বিজ্ঞাপন

জাহাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি নৌবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ঘুরাইবি, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এছাড়া জাহাজ নির্মাণে যুক্ত প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও ফিনকান্তিয়েরির প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লে. জেনারেল আল-ঘুরাইবি বলেন, সৌদি নৌবাহিনী দেশটির নেতৃত্বের কাছ থেকে “অসীম সমর্থন” পেয়ে আসছে। তার মতে, তুয়াইক প্রকল্প সৌদি নৌবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং দেশের কৌশলগত স্বার্থ ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, এসব যুদ্ধজাহাজ আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং পানির নিচের বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম হবে এবং বহুমুখী সামরিক অভিযানে ব্যবহার করা যাবে।

এদিকে আলাদাভাবে সৌদি নৌবাহিনীর প্রধান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডলের সঙ্গে সাক্ষাৎ করেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বৈঠকে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন