যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ১০

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯: ২৩
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কায়রোতে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবার গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে ১০ জন। খবর আল জাজিরার।

সোমবার লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল-শেখে দু’পক্ষের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। বন্দিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন তারা। এতে মধ্যস্থতা করছে মিশর ও কাতার।

বিজ্ঞাপন

আলোচনার সাথে ঘনিষ্ঠ একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার সন্ধ্যায় আলোচনার প্রথম অধিবেশন শেষ হয়েছে। আজ (মঙ্গলবার) আরো আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই আলোচনা এমন এক সময় চলছে, যখন হামাসের ইসরাইল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হতে যাচ্ছে। ফলে এই আলোচনাকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।

তবে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে। এরই মধ্যে ইসরাইল গাজায় হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন।

গত শুক্রবার থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তা সত্ত্বেও পুরো উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রয়েছে।

ইসরাইল সরকারের মুখপাত্র শোশ বেদরোশিয়ান জানিয়েছেন, সেনাবাহিনী ‘প্রতিরক্ষামূলক কার্যক্রম’ চালাচ্ছে এবং গাজায় এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষই তার প্রস্তাবিত শান্তি কাঠামোর সঙ্গে একমত এবং তিনি দ্রুত অগ্রগতি চান।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত