আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদুরোকে আটকে ট্রাম্পের পদক্ষেপ কি আইনসম্মত?

আমার দেশ অনলাইন

মাদুরোকে আটকে ট্রাম্পের পদক্ষেপ কি আইনসম্মত?

যুক্তরাজ্যের কেট উইলিয়ামস চ্যাথাম হাউসের থিঙ্ক ট্যাংক, আন্তর্জাতিক আইন প্রোগ্রামের পরিচালক মার্ক ওয়েলার সাথে কথা বলেছে বিবিসি। মাদুরোকে যে প্রক্রিয়ায় সরানো হয়েছে তা কি আইনসম্মত এবং যুক্তরাষ্ট্র কি সত্যিই ভেনেজুয়েলা চালাতে পারবে? এমন প্রশ্ন করা হয়েছিলে ওয়েলারকে।

প্রশ্নের জবাবে ওয়েলার বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, তারা মাদক পাচারের বিষয়ে বিচারসংক্রান্ত আইনে আইনগত ব্যবস্থা নিতে পারে। এমনকি যদি তা অন্য দেশের নাগরিকদের দ্বারাও সংগঠিত হয় তবুও।

বিজ্ঞাপন

তবে তিনি মাদুরোকে আটকের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার রাতের অভিযানকে একটি সশস্ত্র আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন।

ওয়েলার মনে করেন, সন্দেহভাজনকে আদালতে নিয়ে আসার পদ্ধতি গুরুত্বপূর্ণ নয়, এমনকি যদি তা আন্তর্জাতিকভাবে অবৈধ উপায়েও হয়।

ওয়েলারের মতে, এভাবে বল প্রয়োগের মাধ্যমে কাউকে আটকের পেছনে কোনো আইনসম্মত যুক্তি নেই।

‘এক্ষেত্রে একমাত্র বৈধ পদ্ধতি হতে পারতো জাতিসংঘের ম্যান্ডেট। কিন্তু সেটিও যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি, যোগ করেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে- এমন বক্তব্যকে ওয়েলার বেশ অদ্ভুত বলেই আখ্যা দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন