আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি, যা বলছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি, যা বলছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

প্রথম দেশ হিসেবে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ বিষয়ে ইসরাইলকে অনুসরণ করতে চান না। আর তুরস্ক বলছে, সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়া বেআইনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়ার পর নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বিষয়টি নিয়ে পর্যালোচনা করে দেখা হবে। আমি অনেক বিষয় পর্যালোচনা করি এবং সব সময় দারুণ সিদ্ধান্ত নেই এবং সেগুলো সঠিক বলে প্রমাণিত হয়।’

বিজ্ঞাপন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি সোমবার নির্ধারিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আব্রাহাম চুক্তিতে যোগদানের বিষয়ে সোমালিল্যান্ডের আগ্রহের কথা জানাবেন।

ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি এই প্রস্তাবে প্রভাবিত হচ্ছেন না। নেতানিয়াহুর সঙ্গে আসন্ন বৈঠকে গাজা উপত্যকা সম্পর্কিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হবে।

এদিকে তুরস্ক বলছে, সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া বেআইনি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওঙ্কু কেচেলি সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ইসরাইলের এই পদক্ষেপ ‘আঞ্চলিক ও বৈশ্বিক উভয় স্তরেই অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে নেতানিয়াহু সরকারের বেআইনি কর্মকাণ্ডের একটি নতুন উদাহরণ।’

কেচেলি বলেন, এই স্বীকৃতি সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ। তার মতে, সোমালিয়া এবং সোমালিল্যান্ড অঞ্চলের ভবিষ্যৎ সম্পর্কিত সিদ্ধান্তগুলো এমনভাবে নেয়া উচিত যা সোমালিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন