আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ ঘর পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ ঘর পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রম্মোত্তর পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ পরিবারের ৩০টি ঘর পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে দশটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর ঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, মৃত ওসমান আলীর ছেলে সেকেন্দার আলীর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ২টি গরু, ৩টি ছাগল, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান-চাল, নগদ অর্থসহ সব ধরনের মালামাল পুড়ে যায়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সৈয়দপুর ও রংপুরের তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি টিম তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন এবং জামায়াত, উপজেলা প্রশাসন ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আহ্বান জানান।

তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফ আব্দুল্লাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দীন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন