উপজেলা প্রতিনিধি, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মুরাদুর রহমান মুন্না উপজেলার পাহাড়পুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
মুন্নার স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেন, সীমান্তের কাছে আমাদের জমিতে সবজি চাষ করা হয়। মঙ্গলবার বিকেলে আমার স্বামী সেই ক্ষেত দেখতে যায়। এরপর আর আসেননি। অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে একজন ফোন দিয়ে জানায় বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায় তারা। এসময় বিজিবি সদস্যরা টহলে গেলে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে আমাদের কাছে পৌঁছে দেয়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড় বোন আমেনা খাতুন বলেন, সন্ধ্যায় বিজিবি খবর দিলে ধানক্ষেত থেকে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করি। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। আমার ভাইয়ের এক সন্তান প্রতিবন্ধী। এখন এই পরিবারের দেখাশোনা কে করবে? বিএসএফ আমার ভাইকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আরাফাত বলেন, হাসপাতাল আনার পর আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ঘটনাটির তদন্ত চলছে। ওই যুবক কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন বা বিএসএফ তাকে ধরেছিল কি না, না অন্য কেউ মেরেছে তা জানা যায়নি।
ফেনীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দৈনিক আমার দেশ এর পাঠক সংগঠন ‘পাঠকমেলা’। শুক্রবার (২৫ এপ্রিল) ফেনী পৌরসভার কনফারেন্স হলে জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
৫ মিনিট আগেআমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন করা হয়েছে।
১৩ মিনিট আগেহবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে আটক করেছে সেনাবাহিনী।
১৭ মিনিট আগেআমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মেলান্দহে মানববন্ধন করা হয়েছে।
৩২ মিনিট আগে