Ad T1

চট্টগ্রামে গোয়ালপাড়া বস্তিতে আগুন, ভস্মীভূত ১৪ ঘর

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১০: ২১
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০: ২৯
চট্টগ্রামের এনায়েত বাজার গোয়ালপাড়ার একটি বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি ঘর পুড়ে গেছে। ফায়ার আনে। ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার পর গোয়ালপাড়ার মালিপাড়া বস্তিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভোর রাতে আগুন লাগায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তির বাসিন্দাদের বেশিরভাগ ঘুমিয়ে থাকায় কোনো ঘর থেকে কেউ জিনিসপত্র বের করতে পারেনি। আগুনে ৪৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পেয়ে ভোর ৫টা ৫০ মিনিটে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। শুরুতে একটি ইউনিট আসে। পরে ৫টি ইউনিট অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু রাস্তা আর আশপাশে পানির উৎস অপর্যাপ্ত থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দমকল বাহিনীকে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত