স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ট্রাক ছিনতাইকারী ধরতে গিয়ে নারুলী পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন, সদর থানার অন্তর্ভুক্ত নারুলি পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।
পুলিশের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি নারুলিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে ট্রাকটি খালি অবস্থায় একটি ছ’মিলের পাশে রেখে দেয়। এরপর চালককে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখা হয় এবং তার মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি আরো জানান, খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে পুলিশ অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। এ সময় সুইট পালিয়ে গেলেও প্রাচীরের পাশ থেকে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়ে পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাতভর অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নারুলী দক্ষিনপাড়া গ্রামের মৃত নুর আলম এর পুত্র জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার আমিনুল হক এর পুত্র নুর আলম সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার আলম প্রামানিকের পুত্র মোঃ রাব্বি হোসেন (২০)।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও পুলিশের উপর হামলার ধারায় মামলা দায়ের পূর্বক আজ বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়ায় ট্রাক ছিনতাইকারী ধরতে গিয়ে নারুলী পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন, সদর থানার অন্তর্ভুক্ত নারুলি পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।
পুলিশের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি নারুলিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে ট্রাকটি খালি অবস্থায় একটি ছ’মিলের পাশে রেখে দেয়। এরপর চালককে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখা হয় এবং তার মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি আরো জানান, খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে পুলিশ অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। এ সময় সুইট পালিয়ে গেলেও প্রাচীরের পাশ থেকে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়ে পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাতভর অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নারুলী দক্ষিনপাড়া গ্রামের মৃত নুর আলম এর পুত্র জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার আমিনুল হক এর পুত্র নুর আলম সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার আলম প্রামানিকের পুত্র মোঃ রাব্বি হোসেন (২০)।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও পুলিশের উপর হামলার ধারায় মামলা দায়ের পূর্বক আজ বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এছাড়া দস্যুদের জিম্মি থেকে দুই জেলেকে উদ্ধার করা হয়েছে।
১৭ মিনিট আগেভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়ীয়া বিত্তিপাড়া এলাকায় ঘোড়াশাহ বাবার মাজারে রোববার দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধাপ্রাপ্ত এবং লাঞ্ছিত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এ্যাসিল্যান্ড আনোয়ার হোসাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
২০ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশে মামা-মামী ও মামাতো বোন হত্যার দায়ে ভাগ্নের রাজবী কুমার ভৌমিক (৩৬) এর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সাবিকুননাহার (২০) নামে এক তরুণী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা ফাহিম (২৬)।
৪২ মিনিট আগে