স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় কাহালু উপজেলা আ.লীগের দুই শীর্ষ নেতাকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আ.লীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬০), উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজ (৪০)। দুজনেই বাবা-ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হেলাল উদ্দিন কবিরাজ এর নামে ৫টি মামলা এবং সুরুজ উদ্দিন কবিরাজ এর নামে ৪টি মামলা বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকায় পলাতক ছিলেন।
অভিযানটি পরিচালিত হয় গত শুক্রবার বগুড়া জেলা পুলিশ সুপার জনাব জিদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে ডিবি টিম গ্রেপ্তার অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বগুড়ায় স্থানান্তর করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনও বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে আ.লীগের প্রেতাত্মারা। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিভাবে ফ্যাসিস্টদের আবারও দেশে আনা যায়।
২৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম পর্যায়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটায় শুরু হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। পরীক্ষার এই ব্যস্ত সময়ে অন্যান্য সংগঠনের মতো ভর্তিচ্ছু ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাবি শাখা।
৩৮ মিনিট আগেআমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
৩৯ মিনিট আগেশনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাদুল্লাপুরে মেঘনা ধনাগোদা বেড়িবাধ সংলগ্ন নয়াকান্দি ব্রিজের গোড়ায় পুলিশের দৌড়ে দেয় কয়েকজন অজ্ঞাত লোক। এসয় তারা ঝোপের মধ্যে একটি ব্যাগ ফেলে যায়।
৪৪ মিনিট আগে