Ad T1

কাহালু আ.লীগের দুই শীর্ষ নেতা ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৩: ৫৬
বগুড়ায় কাহালু উপজেলা আ.লীগের দুই শীর্ষ নেতাকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আ.লীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬০), উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজ (৪০)। দুজনেই বাবা-ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হেলাল উদ্দিন কবিরাজ এর নামে ৫টি মামলা এবং সুরুজ উদ্দিন কবিরাজ এর নামে ৪টি মামলা বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকায় পলাতক ছিলেন।
অভিযানটি পরিচালিত হয় গত শুক্রবার বগুড়া জেলা পুলিশ সুপার জনাব জিদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে ডিবি টিম গ্রেপ্তার অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বগুড়ায় স্থানান্তর করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত