Ad T1

দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৯: ০৩

পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভুমি পল্লী আবাসিক এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

দুমকি থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, দুমকি উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলার ১নং এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ মৃধা (৬৫)। তাকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে আত্মীয়ের বাসা থেকে র‌্যাব-১১ গ্রেপ্তার করে দুমকি থানায় হস্তান্তর করে। তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আবুল কালাম আজাদ মৃধা উপজেলা বিএনপি অফিস ভাঙচুর, লুট ও মারধরের অভিযোগে মামলার ১নং আসামি। তার নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৪ আগস্ট ২০২৪ ছাত্রলীগ, যুবলীগ দিয়ে হামলা ও সংবাদ সংগ্রহ করার কারণে প্রেসক্লাব দুমকির কার্যালয় ভাংচুর করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত