বাণিজ্য উপদেষ্টাকে যুক্তরাজ্যের বাণিজ্যদূত
অর্থনৈতিক রিপোর্টার
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংস্কারসহ বিভিন্ন সংস্কারে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতার অংশ হিসেবে ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রেড পলিসি প্রণয়নে সহযোগিতা করার আগ্রহ রয়েছে তাদের।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন,বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতার অংশ হিসেবে ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রেড পলিসি প্রণয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল। বাণিজ্য বাধা দূরীকরণের মাধ্যমে দুদেশের বাণিজ্য ভলিউম বাড়ানোর সুযোগ রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সংযুক্ত করতে যুক্তরাজ্যের বাণিজ্যদূতের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
নাজুক অবস্থায় পড়া ব্যাংকগুলোর অন্যতম বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংক ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মামুন মাহমুদ শাহকে নিয়োগের তোড়জোড় চলছে। পরিচালনা পর্ষদের অনুমোদনের পর এখন অনাপত্তির জন্য পাঠানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে।
১৭ মিনিট আগেদেশে ২০ লাখ যুবকের কর্মসংস্থান তৈরিতে বিশ্বব্যাংকের সঙ্গে ৮৫ কোটি ডলারের আর্থিক প্যাকেজে স্বাক্ষর করেছে বাংলাদেশ। কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের জন্য এ অর্থায়ন করছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থাটি।
১ ঘণ্টা আগেহিসাব জব্দের পাশাপাশি ওই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ধরনের আর্থিক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওাতধীন কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
১৫ ঘণ্টা আগেদেশের সুবিধা বঞ্চিত কোটি পরিবারের পাশে দাঁড়াতে টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
১৯ ঘণ্টা আগে