আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই মুক্তি বায়রার ফখরুলের

স্টাফ রিপোর্টার
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই মুক্তি বায়রার ফখরুলের

মানবপাচার মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পর তাকে বনানী থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীকালে আইনজীবীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বায়রার সাবেক নেতা ফখরুল ইসলাম এবং তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়।

আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন এই মামলাটি করেছেন, যেখানে প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার বলেন, গ্রেপ্তারের পর ফখরুল অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাকে দুই দিনের মধ্যে আদালত থেকে জামিন নেওয়ার শর্তে একজন আইনজীবীর জিম্মায় মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর বনানী থানায় ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে একটি মানবপাচার ও প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন