আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাকসু নির্বাচন

নারী ভোটারদের উপস্থিতি বেশি

চট্টগ্রাম ব্যুরো

নারী ভোটারদের উপস্থিতি বেশি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সকাল সাড়ে সাতটা থেকে শাটল যোগে শতশত শিক্ষার্থী নগর থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন। ভোর থেকেই বিশ্ববিদ্যালয় বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন
chakchu-3

সকাল নয়টায় সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদে গিয়ে দেখা যায়, ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন৷ পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরিচয়পত্র তল্লাশি করে ভোটারদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করছেন৷ এছাড়াও প্রতিটি কক্ষে বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করছেন। ওই অনুষদের ২৫টি কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। এই কেন্দ্রে প্রীতিলতা ও বিজয় ২৪ হলের ৪ হাজার ভোটার ভোট দিবেন৷

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, সায়েন্স, কলা অনুষদ, আইটি ভবনসহ মোট পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানিয়েছেন, প্রত্যেক শিক্ষার্থীর আইডি কার্ড তল্লাশি করে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া ভোট প্রদান কক্ষে প্রবেশের পর ছবিযুক্ত ভোটার তালিকা দেখে পরিচয় নিশ্চিত করা হচ্ছে। এরপরই ব্যালট দেওয়া হচ্ছে ভোটারের হাতে।

তারা আরও জানিয়েছেন, ওএমআর পদ্ধতিতে চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে নির্দিষ্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করবেন৷ তারপর ব্যালট বাক্সে ব্যালট ফেলবেন৷

শিক্ষার্থীরা জানিয়েছেন, ৩৬ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে। এবারই প্রথম তারা ভোট দিতে এসেছেন চাকসুতে। বিগত একতরফা জাতীয় নির্বাচনগুলোতে ভোট প্রদানের সুযোগ না পাওয়ায় ছাত্র সংসদ নির্বাচনের ভোটে উৎসাহ কাজ করছে। এমনকি ভোট দিতে অনেকে সারারাত নির্ঘুম ছিলেনই বলেও জানান কেউ কেউ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন