স্টাফ রিপোর্টার
দেশের সরকারি-বেসরকারি সব ফার্মেসিতে গ্রাজুয়েট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট নিশ্চিতের দাবি জানিয়েছেন ফার্মাসিস্ট নেতারা। শুক্রবার রাজধানীর মহাখালীস্থ আইএইচটি টিচার্স লাউন্সে বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়েছে।
নাছির আহমেদ রতনের সভাপতিত্বে ও এসএম জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম-ট্যাবের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব।
রাষ্ট্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনার সমসাময়িক প্রসঙ্গ তুলে অনুষ্ঠানে ফার্মাসিস্টরা বলেন, অবিলম্বে দেশেন সকল সরকারি-বেসরকারি ফার্মেসিতে ফার্মাসিস্ট নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফার্মাসিস্টদের প্রারম্ভিক ১০ম গ্রেড বাস্তবায়ন ও ক্যারিয়ার প্লান কার্যকর করতে হবে।
এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে একীভূত করে জনবল ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান বিপিএ নেতারা।
সভায় অন্যান্যদের মধ্যে বিএমটিএ সভাপতি মাঈনুদ্দিন মঞ্জু, সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম মহাসচিব দবির উদ্দিন তুষার, শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, মহাসচিব আইনুল হক, বিপিএ দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত স্বৈরাচারের দোসর রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে