অর্থনৈতিক রিপোর্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্ব পরিবর্তনের জন্য বাংলাদেশে তাদের ব্যবসা নিয়ে আসার জন্য বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিডা ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, বিশ্ব পরিবর্তনের জন্য বাংলাদেশ একটি উচ্চ ধারণার দেশ। বাংলাদেশ তা বাস্তবায়ন করে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫ আয়োজন করেছে। স্পেন থেকে অস্কার গার্সিয়া, যুক্তরাজ্য থেকে রোজি উইন্টারটন এবং বাংলাদেশ থেকে নাসিম মঞ্জুরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের ব্যবসা এবং বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপন করেন। বিডার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফী সিদ্দিকী অনুষ্ঠানটি পরিচালনা করেন।
৭ এপ্রিল নগরীতে শুরু হওয়া চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫’-এ দেশের ক্রমবর্ধমান বিনিয়োগ সুযোগ এবং অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হয়।
শীর্ষ সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়া জুলাই বিপ্লবের পর অর্থনৈতিক সংস্কারও তুলে ধরা হয়। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ পাইপলাইন তৈরি করা হয়েছিল। বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় ব্যবসায়িক নির্বাহী এবং নীতিনির্ধারকরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। দুটি বন্ধুপ্রতিম দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। তবে তার আগে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা।
৩৫ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এবং তার বাবা মো. কমর উদ্দিনের বিদেশ গমন নিষিদ্ধ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেদেশে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে দায়েরকৃত রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটি কর্তৃক ইতোমধ্যে সুপারিশকৃত মামলাসমূহের তালিকা আগামী কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করবে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
৫ ঘণ্টা আগে