আমার দেশ অনলাইন
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনী ও যুক্তরাজ্যের সাবেক শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল। পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে শুনানিতে তিনি যদি হাজির না হন তাহলে এ নোটিশ জারি করা হতে পারে।
চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত আদালত টিউলিপকে সময় বেঁধে দিয়েছেন। এরমধ্যে উপস্থিত না হলে ইন্টারপোলের সহায়তা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।
টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন করা হতে পারে জানিয়ে দুদকের ওই কর্মকর্তা বলেছেন, “যদি অভিযুক্ত টিউলিপ না আসেন এবং আদালতে আত্মসমর্পণ না করেন তাহলে দুদক বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেবে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য ১৯২৮ সাল থেকে ইন্টারপোলের একজন সম্মানিত সদস্য হিসেবে রয়েছে। যেহেতু অভিযুক্ত অনুপস্থিত। তাই তাকে একজন পলাতক আসামী হিসেবে বিবেচনা করা হবে। বাংলাদেশও ইন্টারপোলের সদস্য। আমরা তাদের টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে বলব।
এদিকে গ্রেপ্তারি পরোয়ানার পর টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে।
গণকটুলি সুইপার কলোনীতে ২টি ১০ তলা ভবন, মিরনজিল্লা সুইপার কলোনীতে ২টি ১০ তলা ভবন, ধলপুর এলাকায় ৯টি ১০ তলা ভবন এবং পোস্তগোলা এলাকায় ১টি ৬ তলা ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া প্রতিটি ভবনে একটি ফ্লোরে তাদের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল তৈরি করা হবে।
২ ঘণ্টা আগেএম সাখাওয়াত হোসেন বলেছেন, মাতারবাড়ি সমুদ্রবন্দর বিশ্ববাণিজ্যের জন্য একটি নবদিগন্ত উন্মোচন করবে। এটি কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের মৎস্যখাতে দক্ষিণ কোরিয়া কারিগরি সহায়তার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সামুদ্রিক মৎস্য এবং এ সম্পর্কিত প্রযুক্তিগত উদ্ভাবন, মেরিকালচার ও গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।
৪ ঘণ্টা আগেক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়টি অনুসন্ধান চলছে। খুব শীঘ্রই তদন্ত শেষ হবে।
৪ ঘণ্টা আগে