অবশেষে নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে আরো দুটি রাজনৈতিক দল। নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা ১৩৪ ঘণ্টা অনশন করা তারেক রহমানের আমজনতার দল ও অপরটি জনতার দল।
কয়েক দফা তদন্তের পর নিবন্ধনের শর্তপূরণ করায় দল দুটিকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর আগে নতুন দুটি দল ইসির নিবন্ধন পায়, একটি এনসিপি ও অন্যটি জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। ইসির দায়িত্বশীল সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।
জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার রাতে আমার দেশকে জানান, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় নিবন্ধন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, দল দুটির বিষয়ে কারো আপত্তি রযেছে কী না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিষয়টি কমিশনের সম্মতির জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশনের অনুমতি পেলে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।


খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার