স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-তে একটি ইসলামি সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়, এরপর হামদ ও নাত পরিবেশিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি ‘ছাত্র ও যুবসমাজের সামাজিক ও নৈতিক মূল্যবোধ উন্নয়ন এবং চারিত্রিক উৎকর্ষ সাধনে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা করেন। তিনি বলেন, ‘নৈতিকতা ও মূল্যবোধ গঠনে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যুবসমাজের উন্নত চরিত্র গঠনে ধর্মীয় শিক্ষার অপরিহার্যতা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইসলাম শুধু আধ্যাত্মিকতার শিক্ষা দেয় না; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটায়। ছাত্র ও যুবসমাজ যদি ধর্মীয় শিক্ষাকে যথাযথভাবে গ্রহণ করে এবং তা জীবনে প্রয়োগ করে, তাহলে তারা কেবল নিজেদের চরিত্র গঠনে সফল হবে না, বরং সমাজ ও জাতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।’
তিনি আরও উল্লেখ করেন যে, ‘আজকের বিশ্বে যুবসমাজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রযুক্তির অপব্যবহার, নৈতিক অবক্ষয় ও বিভিন্ন প্রলোভন তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। তাই ইসলামের শিক্ষাকে যথাযথভাবে বোঝা এবং তা অনুসরণ করা অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য ও ছাত্র বিষয়ক উপদেষ্টা কমিটি এবং ইসলামি সেমিনার আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর মিঞা লুৎফর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সেমিনারে সভাপতিত্ব করেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. শওকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, ‘বিইউবিটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেয়, যা তাদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নৈতিক শিক্ষার চর্চা ও ইসলামের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।’
আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেমিনারটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-তে একটি ইসলামি সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়, এরপর হামদ ও নাত পরিবেশিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি ‘ছাত্র ও যুবসমাজের সামাজিক ও নৈতিক মূল্যবোধ উন্নয়ন এবং চারিত্রিক উৎকর্ষ সাধনে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা করেন। তিনি বলেন, ‘নৈতিকতা ও মূল্যবোধ গঠনে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যুবসমাজের উন্নত চরিত্র গঠনে ধর্মীয় শিক্ষার অপরিহার্যতা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইসলাম শুধু আধ্যাত্মিকতার শিক্ষা দেয় না; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটায়। ছাত্র ও যুবসমাজ যদি ধর্মীয় শিক্ষাকে যথাযথভাবে গ্রহণ করে এবং তা জীবনে প্রয়োগ করে, তাহলে তারা কেবল নিজেদের চরিত্র গঠনে সফল হবে না, বরং সমাজ ও জাতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।’
তিনি আরও উল্লেখ করেন যে, ‘আজকের বিশ্বে যুবসমাজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রযুক্তির অপব্যবহার, নৈতিক অবক্ষয় ও বিভিন্ন প্রলোভন তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। তাই ইসলামের শিক্ষাকে যথাযথভাবে বোঝা এবং তা অনুসরণ করা অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য ও ছাত্র বিষয়ক উপদেষ্টা কমিটি এবং ইসলামি সেমিনার আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর মিঞা লুৎফর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সেমিনারে সভাপতিত্ব করেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. শওকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, ‘বিইউবিটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেয়, যা তাদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নৈতিক শিক্ষার চর্চা ও ইসলামের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।’
আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেমিনারটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
টঙ্গী ইজতেমা ময়দানে গত ১৭ ডিসেম্বর হামলার সঙ্গে জড়িত সাদপন্থিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ওলামা-মাশায়েখ বাংলাদেশ ও তাবলিগের সাথীরা।
১ দিন আগেউত্তরাধিকার আইনে নারীর বৈষম্য নিয়ে উত্থাপিত বিষয়টি ইসলাম ও মুসলিমবিরোধীদের একটি অমূলক ও ভ্রান্ত অভিযোগ। যুগে যুগে এ প্রশ্নটি যেমন তর্ক-বিতর্কে রূপ নিয়েছে, তেমনি শান্তিপূর্ণ সহাবস্থানকে নস্যাৎ করতে তৎপর তথাকথিত সুশীলরা কৌশল বুঝে বিষয়টি সময়ে সময়ে সামনে এনেছে; বিশেষ শ্রেণিকে উসকে দিয়েছে।
৪ দিন আগেমানুষ সমাজবদ্ধ জীব। সমাজকে কেন্দ্র করেই গড়ে ওঠে মানবসভ্যতা। আর সামাজিক সুশাসন ও শৃঙ্খলার ওপরই নির্ভর করে মানুষের সার্থকতা। শুধু দল বেঁধে বাস করলেই সমাজ হয় না। প্রত্যেক মানুষ একে অপরের কল্যাণের কথা ভেবে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিয়ম ও শৃঙ্খলার অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে বাস করলে সেই জনগোষ
৪ দিন আগেইসলামের প্রধান ভিত্তি মহান আল্লাহ কর্তৃক অবতীর্ণ করা মহাগ্রন্থ আল-কোরআন। পৃথিবীর নির্ভুলতম বই আল-কোরআন। কোরআনের দ্বিতীয় প্রারম্ভিক সুরা আল-বাকারার শুরুতে এ বই সম্পর্কে আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন।
৪ দিন আগে