Ad T1

গুলশান-প্রাইম ব্যাংকের দুই রকম দিন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২২: ৩০
মিরপুরে শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বিরের অদ্ভুতুড়ে আউটের দিনে জয় তুলে সুপার লিগ নিশ্চিত করেছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। অন্যদিকে আবাহনীর কাছে ১৩৩ রানে হারের দিনে প্রাইম ব্যাংক ডিপিএলের লিগ পর্ব থেকে ছিটকে যাওয়ার অপেক্ষায় আছে। এ ছাড়া গতকাল জয় পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।
বিকেএসপিতে আবাহনী-প্রাইম ব্যাংক লড়াইয়ে ঝড় ওঠে পারভেজ হোসেন ইমনের ব্যাটে। তার ৭১ বলে ৭৯ রানের ইনিংসের দিনে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৯০ রান। ইমনের মতো বড় স্কোর আসে নাজমুল হোসেন শান্তর ব্যাটে। তিনি করেন ৫৮ রান। প্রাইম ব্যাংকের হয়ে হাসান মাহমুদ ৩৪ রানে নেন ৪ উইকেট। ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকত ও রাকিবুল হাসানদের বোলিং তোপে মোটে ১৫৭ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৭৩ রান আসে নাঈম শেখের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন শামীম পাটোয়ারি। আবাহনীর হয়ে মোসাদ্দেক ২৯ রানে নেন তিন উইকেট।
বিকেএসপির অন্য ম্যাচে অগ্রণী ব্যাংককে ৭৪ রানে হারিয়েছে মোহামেডান। আগে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের ৭৫ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৬৪ রানে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৮৭ রান। অগ্রণীর হয়ে আরিফ আহমেদ ৪৭ রানে নেন ৩ উইকেট। ২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অমিত হাসানের ১০৫ রানের ইনিংসের পরও অগ্রণীর ইনিংস থামে ২১৩ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাটে। মোহামেডানের হয়ে ৩৬ রানে ৩ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।
দিনের অন্য ম্যাচে শাইনপুকুরকে ৫ রানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে গুলশান ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানে থামে গুলশানের ইনিংস। জবাবে মিনহাজুল আবেদিন সাব্বিরের অদ্ভুতুড়ে আউটের পর ১৭৩ রানে থামে শাইনপুকুরের ইনিংস। গুলশানের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে সাকিব শাহরিয়ারের ব্যাটে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত