নারী বিশ্বকাপ বাছাই
স্পোর্টস রিপোর্টার
থাইল্যান্ডের কন্যাদের উড়িয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা। নিগার সুলতানা জ্যোতি ও রিতু মনির ব্যাটিং দৃঢ়তায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দেশের মেয়েরা। নারী বিশ্বকাপ বাছাইয়ে ঘাম ঝরিয়ে বাংলাদেশ পেয়েছে ২ উইকেটের অবিশ্বাস্য জয়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে ৪৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪০ তোলে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ। নারী ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি বাংলাদেশের। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে ২১১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল দেশের নারী ক্রিকেটাররা। টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছে এখন বাংলাদেশ।
বাংলাদেশের শুরুটা হয়েছিল যাচ্ছে তাই বাজে। দলীয় ২ রানে দুই উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল বাঘিনীরা। সেই চাপ সামলে ফিফটি হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন নিগার সুলতানা জ্যোতি। ৬৮ বলে ৭ বাউন্ডারিতে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৭৫ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়ে এনে দেন জয়ের রসদ। মাঝে হারের শঙ্কা জাগলেও তা তুড়ি মেরে উড়িয়ে দেন রিতু মনি। দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন। রিতু উপহার দেন ৬৭* রানের হার না মানা দুর্বার এক ইনিংস। নিজের ৬১ বলের দুর্দান্ত ইনিংসটি সাজান ৬ বাউন্ডারি ও এক ছক্কায়। এটাই রিতুর ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ম্যাচসেরা রিতু মনিকে সঙ্গ দিয়ে ১৮* রানে অপরাজিত থেকে যান নাহিদা আক্তার। সঙ্গে ফাহিমা খাতুন ২৮, শারমিন আক্তার ২৪ ও জান্নাতুল ফেরদৌস ১৯ রান যোগ করেন দলীয় স্কোরে।
তার আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩৫ রান সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। টস জিতে ব্যাট করতে নামে আইরিশরা। শুরুটা ভালো হয়নি। তবে চতুর্থ উইকেটে ওরলা প্রেনডারগাস্ট ও লউরা ডেলানির ব্যাটে ১৫০ পার করে আয়ারল্যান্ড। ব্যক্তিগত ৪১ রানে প্রেনডারগাস্ট রাবেয়া খাতুনের লেগ বিফোরের ফাঁদে পড়েন। সেই সঙ্গে ভাঙে ৭২ রানের জুটি।
দলীয় ১৮২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে বিদায় নেন ডেলানি। তার আগে দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। আয়ারল্যান্ডের পতন হওয়া আট উইকেটের মধ্যে তিনটা নেন রাবেয়া। ৫০ রানে দুই ব্যাটারকে ফেরান ফাহিমা খাতুন।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২৩৫/৮, ৫০ ওভার (ডেলানি ৬৩, প্রেনডারগাস্ট ৪১, হান্টার ৩৩; রাবেয়া ৩/৩৯ ও ফাহিমা ২/৫০)।
বাংলাদেশ: ২৪০/৮, ৪৮.৪ ওভার (শারমিন ২৪, নিগার ৫১, রিতু ৬৭, ফাহিমা ২৮, সুমনা ১৯, নাহিদা ১৮; প্রেন্ডারগাস্ট ২/১৪ ও কেলি ২/৫৩)।
ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রিতু মনি।
থাইল্যান্ডের কন্যাদের উড়িয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা। নিগার সুলতানা জ্যোতি ও রিতু মনির ব্যাটিং দৃঢ়তায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দেশের মেয়েরা। নারী বিশ্বকাপ বাছাইয়ে ঘাম ঝরিয়ে বাংলাদেশ পেয়েছে ২ উইকেটের অবিশ্বাস্য জয়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে ৪৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪০ তোলে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ। নারী ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি বাংলাদেশের। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে ২১১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল দেশের নারী ক্রিকেটাররা। টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছে এখন বাংলাদেশ।
বাংলাদেশের শুরুটা হয়েছিল যাচ্ছে তাই বাজে। দলীয় ২ রানে দুই উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল বাঘিনীরা। সেই চাপ সামলে ফিফটি হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন নিগার সুলতানা জ্যোতি। ৬৮ বলে ৭ বাউন্ডারিতে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৭৫ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়ে এনে দেন জয়ের রসদ। মাঝে হারের শঙ্কা জাগলেও তা তুড়ি মেরে উড়িয়ে দেন রিতু মনি। দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন। রিতু উপহার দেন ৬৭* রানের হার না মানা দুর্বার এক ইনিংস। নিজের ৬১ বলের দুর্দান্ত ইনিংসটি সাজান ৬ বাউন্ডারি ও এক ছক্কায়। এটাই রিতুর ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ম্যাচসেরা রিতু মনিকে সঙ্গ দিয়ে ১৮* রানে অপরাজিত থেকে যান নাহিদা আক্তার। সঙ্গে ফাহিমা খাতুন ২৮, শারমিন আক্তার ২৪ ও জান্নাতুল ফেরদৌস ১৯ রান যোগ করেন দলীয় স্কোরে।
তার আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩৫ রান সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। টস জিতে ব্যাট করতে নামে আইরিশরা। শুরুটা ভালো হয়নি। তবে চতুর্থ উইকেটে ওরলা প্রেনডারগাস্ট ও লউরা ডেলানির ব্যাটে ১৫০ পার করে আয়ারল্যান্ড। ব্যক্তিগত ৪১ রানে প্রেনডারগাস্ট রাবেয়া খাতুনের লেগ বিফোরের ফাঁদে পড়েন। সেই সঙ্গে ভাঙে ৭২ রানের জুটি।
দলীয় ১৮২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে বিদায় নেন ডেলানি। তার আগে দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। আয়ারল্যান্ডের পতন হওয়া আট উইকেটের মধ্যে তিনটা নেন রাবেয়া। ৫০ রানে দুই ব্যাটারকে ফেরান ফাহিমা খাতুন।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২৩৫/৮, ৫০ ওভার (ডেলানি ৬৩, প্রেনডারগাস্ট ৪১, হান্টার ৩৩; রাবেয়া ৩/৩৯ ও ফাহিমা ২/৫০)।
বাংলাদেশ: ২৪০/৮, ৪৮.৪ ওভার (শারমিন ২৪, নিগার ৫১, রিতু ৬৭, ফাহিমা ২৮, সুমনা ১৯, নাহিদা ১৮; প্রেন্ডারগাস্ট ২/১৪ ও কেলি ২/৫৩)।
ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রিতু মনি।
ইংল্যান্ড প্রবাসী দেওয়ান হামজা চৌধুরীর পর বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চান আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এই ফুটবলার আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান। এমন নিশ্চয়তা পাওয়ার পরই তার জন্মনিবন্ধন তৈরির প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০ মিনিট আগেসিলেটে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস থামল ১৯১ রানে। এমন ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও দিনশেষে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে- সিলেট টেস্টের প্রথম দিনটা স্বাগতিকদের জন্য ব্যর্থই বলা যায়। এমন ব্যর্থতার পর সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, এখন চেষ্টা থাকবে ম্যাচে ফেরার।
৩০ মিনিট আগেলিওনেল মেসি মাঠে খেলবেন আর গ্যালারি থাকবে দর্শকে টইটুম্বুর। এটা ভালো করেই জানতো কলম্বাস ক্রু। এ জন্য ওহিওর ক্লাবটি নিজেদের মাঠ লোয়ার ডট কম ফিল্ডে আয়োজন করেনি আর্জেন্টােইন ফুটবল জাদুকরের ম্যাচ। কারণ মেসির ম্যাচ আয়োজন করার সক্ষমতা ছিল ওই মাঠের। এ মাঠের দর্শক ধারণক্ষমতা মাত্র ২০ হাজার।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীর পাশাপাশি জয় পেয়েছে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা মোহামেডান। তবে এদিন গাজী গ্রুপের কাছে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
১ ঘণ্টা আগে