লস অ্যাঞ্জেলেস অলিম্পিক
স্পোর্টস ডেস্ক
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রথমবারের মতো সংখ্যায় পুরুষ অ্যাথলেটদের টপকে যাচ্ছে নারী অ্যাথলেটরা। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ লস অ্যাঞ্জেলেস আসরে পুরুষ অ্যাথলেট অংশ নেবেন ৫ হাজার ১৬৭ জন। বিপরীতে নারী অ্যাথলেট থাকবেন ৫ হাজার ৩৩৩ জন।
নারী ফুটবলে দল বেড়ে ১২ থেকে হয়েছে ১৬টি। তবে পুরুষ ফুটবলে দল ১৬ থেকে কমে ১২টি হয়েছে। সঙ্গে বেড়েছে মেয়েদের বক্সিং ইভেন্ট। আর দুটি দল বেড়েছে ওয়াটার পোলোতে। এর প্রভাবে নারীরা ছাড়িয়ে যাচ্ছে পুরুষ অ্যাথলেটদের। আরও কিছু বিষয় চূড়ান্ত করেছে আইওসি। লস অ্যাঞ্জেলেসে আজ সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত সেসব জানিয়েছে সংস্থাটি।
তাছাড়া গলফ, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস ও অ্যাথলেটিকসে নতুন কিছু মিশ্র ইভেন্ট যোগ হচ্ছে লস অ্যাঞ্জেলেসে। সাঁতারে ফ্রিস্টাইলের মতো ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ও ব্রেস্টস্ট্রোকেও চালু হচ্ছে ৫০ মিটার ইভেন্ট।
১২৮ বছর পর গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। খবরটা বেশ পুরনো। তবে কয়টি দল অংশ নেবে সেটি নিয়ে চলছিল আলোচনা। শোনা যাচ্ছিল প্রত্যাবর্তনের অলিম্পিকে নারী ও পুরুষ- দুই বিভাগেই অংশ নেবে ৬টি করে ক্রিকেট টিম।
এই উড়ো খবরটি এবার নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট খেলা হবে টি-টোয়েন্টি সংস্করণে। তাতে দুই বিভাগেই খেলবে ৬টি করে টিম। প্রতিটি দলে ১৫ জন করে প্লেয়ার থাকবেন। দল বাছাই ঠিক কিভাবে হবে, সেটি এখনো চূড়ান্ত করেনি আইসিসি।
পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
১ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৩ ঘণ্টা আগেফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার শারমিন সুলতানা ও সুমাইয়া আকতার- এই চার নারী ক্রীড়াবিদই ইতিহাসের অংশ হয়ে গেলেন। এই প্রথমবার রাষ্ট্রপ্রধানের সফরসঙ্গী হয়েছেন তারা। কাতারে চার দিনব্যাপী আর্থনা সম্মেলনে গিয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন এই খেলোয়াড়রা। গতকাল বেইলি রোডের ফরে
১৫ ঘণ্টা আগে