Ad T1

শাইনপুকুরের ‘ফিক্সিং কাণ্ড’ লাভবান গুলশান?

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১১: ০০

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন সাব্বিরের দৃষ্টিকটু আউটে তোলপাড় বাংলাদেশের ক্রিকেট। শুধু কী তাদের দুজনের দৃষ্টিকটু আউট? ওই ম্যাচে শাইনপুকুরের ব্যাটিং অর্ডারেও হয়েছিল ব্যাপক রদবদল। তাতেই আসলে পুরো টিম ম্যানেজমেন্টের ঘিরেই তৈরি হয়েছে সন্দেহ। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে- হয়তো গুলশানের চাওয়ায় ম্যাচ ছেড়ে দিয়েছে শাইনপুকুর। তবে বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকুর কোনো কর্মকর্তা এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢাকার ক্লাব ক্রিকেটে ম্যাচ ছেড়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। প্রথম বিভাগ থেকে শুরু করে নিচের লিগে ম্যাচ ছেড়ে দেওয়ার ঘটনা বেশ নিয়মিত। মূলত একই কর্মকর্তার একাধিক দলের সঙ্গে যোগসূত্র থাকায় ম্যাচ ছাড়ার নিয়মিত অভিযোগ পাওয়া যায়। একটি নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য খেলোয়াড়দের দিয়ে এমন কাজ করান কর্মকর্তারা। তবে এই ক্ষেত্রে আর্থিক লেনদেনের কোনো অভিযোগ কখনোই আসেনি। সে জন্য শাস্তির ক্ষেত্রে শৃঙ্খলাজনিত ইস্যুকেই সামনে রাখছে আকু ও বিসিবি।

শাইনপুকুরের দুই ব্যাটারদের এমন ঘটনায় যে গুলশান লাভবান হয়েছে- সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ, শাইনপুকুরের বিপক্ষে জয় পাওয়ায় দলটি নিশ্চিত করেছে সুপার লিগ। সে কারণেই অনেকের সন্দেহ গুলশান ক্রিকেট ক্লাবের চাওয়াতেই হয়তো ম্যাচ ছেড়েছে দলটি। কারণ, গুলশানের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শাইনপুকুর কোনোভাবেই রেলিগেশন লিগে খেলা এড়াতে পারত না। সে কারণে শাইনপুকুরের জন্য ম্যাচটি পরিণত হয়েছিল শুধু আনুষ্ঠানিকতার। তাই অনেকের ধারণা, হয়তো গুলশানের চাওয়ায় ম্যাচটি ছেড়েছে শাইনপুকুর।

বিষয়টি নিয়ে এক সহযোগী দৈনিক পত্রিকাকে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সবাই যেভাবে চিন্তা করছে দুটি দলই আমাদের। বিষয়টি মিউচুয়ালি হলে আমি ওই দলের কোচকে বলে দিতাম ৩০০ রান করার সুযোগ দিতে। তাদের ১০০ রানে অলআউট হতে বলতাম। যাতে রানরেট ভালো থাকে। সাব্বির ওইভাবে আউট হয়েছে, সেখানে আমাদের ভূমিকা কী? জানি না কেন এসব প্রশ্ন তুলছে। আসলে চোখে দেখে খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে।’

সন্দেহের তীর টিম ম্যানেজমেন্টের দিকে থাকায় দুই দলের টিম ম্যানেজমেন্ট ও অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করার দাবিও উঠেছে। তবে তেমন কোনো সিদ্ধান্ত আকু নেবে কি না সেটা জানা যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত