আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফের গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস, চলছে অভিযান

আমার দেশ অনলাইন
ফের গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস, চলছে অভিযান
ছবি: নিউজ ন্যাশন

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরাইলি সেনা প্রত্যাহারের পর আবার বিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযানে নেমেছে তারা। বিরোধীদের সহযোগিতা করার অভিযোগে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সশস্ত্র এই গোষ্ঠী। খবর নিউজ ন্যাশনের।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক অভিযানের কারণে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টায় রাস্তায় নেমেছে হামাস। তাদের স্বাগত জানিয়েছে অনেক ফিলিস্তিনি। যদিও ২০ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজার উত্তরাঞ্চলে হামাসের কালো মুখোশধারী সশস্ত্র পুলিশ আবার রাস্তায় পাহারা দিতে শুরু করেছে। গাজায় শৃঙ্খলা ভঙ্গ আর সহ্য করা হবে না বলে জানিয়েছে হামাস যোদ্ধারা। তারা বলছে, সশস্ত্র লুটেরা, মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের কোনো ছাড় দেয়া হবে না।

দুই বছর ধরে ইসরাইলি বোমাবর্ষণ এবং স্থল আক্রমণের পর এই গোষ্ঠীটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ধীরে ধীরে নিজেদের পুনরুজ্জীবিত করছে তারা। হামাসের একটি নিরাপত্তা ইউনিট গাজায় অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত আবাসনগুলো প্রবেশের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রাস্তা থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার এবং ভাঙা পানির পাইপ মেরামত করতে তারা শত শত কর্মী মোতায়েন করেছে। হামাস বলছে, সাহায্য সরবরাহ নির্বঘ্ন করতে রাস্তা পরিষ্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন