Ad T1

চেতনা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত

সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১১: ২৪
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১১: ৫৮
যশোর রেলস্টেশন এলাকায় মোংলাগামী চেতনা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার বেলা ১0টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেল স্টেশনের মাস্টার আয়নাল হোসেন। ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানান, তারা বেতনা এক্সপ্রেসের লাইন দেওয়ার পর মুজিব সড়কের রেল ক্রসিংয়ের আগে একটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী দল কাজ শুরু করে। এক নম্বর লাইনে লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি জানান।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত