Ad T1

তেল-গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ বিভিন্ন দলের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০০: ৪৭
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩ শতাংশ বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার পৃথক বিবৃতিতে এ সিদ্ধান্তের নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ও সংগঠন।
নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, সরকারের এ সিদ্ধান্ত নতুন শিল্প উদ্যোক্তাদের আশাহত করেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে। দেশের শিল্প উদ্যোক্তাদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে।
বিগত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ না থাকায় নতুন শিল্প গড়ে ওঠেনি। বর্তমানে অনেকেই নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করছে। এমতাবস্থায় শিল্পে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের অপরিণামদর্শিতা ছাড়া কিছুই নয়। এ ছাড়া সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে দরিদ্র জনগণের দুর্ভোগ আরো বাড়বে।
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, গ্যাসের দাম নির্ধারণের এ বৈষম্যমূলক সিদ্ধান্ত নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে বাধা। একই খাতে ব্যবসারত পুরোনো কারখানা কম দামে গ্যাস পাবে অথচ নতুন কারখানাকে বাড়তি দাম দিতে হবে। এতে নতুনরা পুরোনোদের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে বিপাকে পড়বে।
মঙ্গলবার ইসলামী আন্দোলন মাগুরার শালিখা উপজেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণমিছিল ২৬ এপ্রিল

ইসলামী আন্দোলনের নিয়মিত বৈঠকে দেশ ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করে ভারতের ওয়াক্‌ফ বিলের বিতর্কিত পরিবর্তন ও অব্যাহত মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ওয়াক্‌ফ বিলের বিতর্কিত পরিবর্তন বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে ২৬ এপ্রিল বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

এনসিপির প্রতিবাদ

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা বাড়ানোর প্রতিবাদ জানিয়ে এনসিপি মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, ভোজ্যতেল ব্যবসায়ীদের দাবি মেনে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া বাজারে চালের দামেও বেশ অস্থিতিশীলতা লক্ষ করা যাচ্ছে, যা জনদুর্ভোগ তৈরি করছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত