Ad T1

টেবিল টেনিস

লেভেল টু প্রশিক্ষণের জন্য ঢাকায় জর্ডানের কোচ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৪: ৫৩
কোচদের মানোন্নয়নের উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। তারই অংশ হিসেবে দেশের লেভেলে ওয়ান কোচদের লেভেল টুতে উত্তীর্ণ করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের (আইটিটিএফ) সহায়তায় জর্ডানের কোচ মোহাম্মদ আতুমকে ঢাকায় এনেছে বিটিটিএফ। এমনটাই জানিয়েছেন সংস্থাটির অ্যাডহক কমিটির সদস্য সুজন মাহমুদ।
আতুমের অধীনে ২২জন লেভেল ওয়ান কোচকে লেভেল টুতে নেওয়ার জন্য ছয়দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। ছয়দিনের এই আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।
নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর ঝিমিয়ে পড়া টেবিল টেনিসের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সুজন। ইতোমধ্যে দেশের বাইরের বেশ কিছু টুর্নামেন্টে টেবিল টেনিস দল পাঠানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিটিটিএফ। সেই সঙ্গে খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। অর্থ্যাৎ টেবিল টেনিসকে এগিয়ে নিতে সব ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে সংস্থাটি।
আমার দেশকে বিটিটিএফের অ্যাডহক কমিটির সদস্য সুজন বলেন, ‘টেবিল টেনিসে বাংলাদেশে ২৪ জন লেভেল ওয়ান কোচ আছেন। এই মেয়াদ থাকে আট বছর। যেটা শেষ হবে আগামী ২৯ এপ্রিল। তার আগে যদি তারা লেভেল টু প্রশিক্ষণ না দিতে পারেন তাহলে আর কখনও সেটা সম্ভব হবে না। তাই আমাদের অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের (আইটিটিএফ) সঙ্গে যোগাযোগ করে একজন আন্তর্জাতিক মানের কোচ এনেছি। এই কোচের অধীনে আগামী ১৪-১৯ এপ্রিল ২২ জন কোচকে নিয়ে ছয়দিন ব্যাপী একটা লেভেল টু কোর্স করানো হবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে প্রশিক্ষণ হবে। দিনে তিন ঘণ্টা। সন্ধ্যা থেকে বাকি তিন ঘণ্টা। এভাবে ছয়দিনে মোট ৩৬ ঘণ্টার প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ শেষে তাদের মার্কস দেওয়া হবে। যারা ৮০’র ওপরে মার্কস পাবেন তারা পরবর্তীতে লেভেল থ্রির জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।’
সুজন আরও বলেন, ‘বাংলাদেশের মাত্র ৩৬ জন টেবিল টেনিস কোচ আছে। এর মধ্যে একজন লেভেল থ্রি, ১১ জন লেভেল টু বাকি ২৪ জন লেভেল ওয়ান সার্টিফিকেটধারী। কোচদের উন্নয়নের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা এই কার্যক্রম ছড়িয়ে দিতে চাচ্ছি। ভালো কোচ না থাকলে টেবিল টেনিসে ভালো খেলোয়াড় তৈরি হবে না। নতুন প্রযুক্তি আসছে। প্রশিক্ষণ না থাকলে প্রযুক্তির সঙ্গে কোচরা নিজেদের মানিয়ে নিতে পারবে না।’
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত