Ad T1

বাংলাদেশ-নেপাল নারী কাবাডি টেস্ট সিরিজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৭: ৩০
নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে দেশের নারী কাবাডি দল। প্রথমবারের কাবাডি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ নেপাল। আগামী ২০ থেকে ২৬ এপ্রিল কাঠমান্ডুতে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ শুরু হবে। এরই মধ্যে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। ২০, ২১ ও ২২ এপ্রিল সিরিজের তিনটি ম্যাচ হবে। এরপর ২৪ ও ২৫ এপ্রিল হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। বাংলাদেশের সামনে নারী কাবাডি বিশ্বকাপ রয়েছে। আগামী ১ থেকে ২৩ জুন ভারতের বিহারে হবে এই বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখেই মূলত কাবাডি টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

ক্রিকেটের মতো কাবাডিতেও টেস্ট সিরিজ হয়ে থাকে। বাংলাদেশ জাতীয় পুরুষ দল কাবাডি টেস্ট সিরিজ খেলেছে। টেস্ট সিরিজে এবার নতুন অভিজ্ঞতা হবে বাংলাদেশের মেয়েদের। বিভিন্ন প্রতিযোগিতার তুলনায় নারী টেস্ট সিরিজের গুরুত্ব কতটুকু? এ প্রসঙ্গে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ আমার দেশকে বললেন, ‘দেখেন, টেস্ট সিরিজ একসঙ্গে অনেক ম্যাচ থাকে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিলে বেশি ম্যাচ পাওয়া যায় না। এই টেস্ট সিরিজের মাধ্যমে দলকে নানাভাবে মূল্যায়ন করা যাবে। আপনি ম্যাচ না খেললে বুঝতে পারবেন না দল, কী অবস্থার মধ্যে আছে। যতই প্র্যাকটিসে খেলোয়াড়দের প্রস্তুত করা হোক না কেন। টেস্ট ম্যাচ খেললে দলের দুর্বলতা খুঁজে পাওয়া যায়। সিরিজের প্রতিটি ম্যাচেই চ্যালেঞ্জ থাকে। দলকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য টেস্ট সিরিজ খেলা খুবই জরুরি। এজন্যই আমরা এই টেস্ট সিরিজ খেলছি।’
নারী কাবাডি বিশ্বকাপের আগে শুধু টেস্ট সিরিজ খেলেই বাংলাদেশের প্রস্তুতি সীমাবদ্ধ থাকবে না, ভারতের বিভিন্ন প্রদেশের বিপক্ষে দলকে প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করবে ফেডারেশন। গত এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। ভবিষ্যতেই এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় তারা। নেওয়াজ সোহাগ বলেন, ‘আমরা পদক ধরে রাখতে চাই। এজন্য দীর্ঘদিন ধরে দলকে অনুশীলনে মধ্যে রাখা হয়েছে, ট্রেনিং করানো হচ্ছে। টেস্ট সিরিজ খেলার মাধ্যমে তারা আরো আত্মবিশ্বাসী হবে।’
গত ১০ জানুয়ারি থেকে থেকে ধানমন্ডির জাতীয় মহিলা কমপ্লেক্সে কাবাডি দলের ক্যাম্প শুরু হয়েছে। নারী দলের কোচ হিসেবে কাজ করছেন শাহনাজ মালেকা ও আরুদুজ্জামান মুন্সী। শুধু বিশ্বকাপই নয়, আগামী বছর অক্টোবরে জাপানে এশিয়ান কাপ রয়েছে। এর আগে সাফ গেমস হবে পাকিস্তানে। এ টুর্নামেন্টের জন্য কাবাডি দলকে তৈরি করা হবে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত