তোমাদের জন্য বই
ছাত্র-জনতার সম্মিলিত বৈষম্যবিরোধী জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনা সরকার সমূলে উচ্ছেদ হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের তোড়ে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এসব কারণে আমাদের জাতীয় জীবনে জুলাই বিপ্লবের মূল্য অপরিসীম।
বিন্নি ছুটি কাটাতে বাবা-মাসহ পৌঁছে গেল সমুদ্র শহরটায়। সেখান থেকে সানসেট ও সান রাইজ দুই-ই দেখা যায়। পৌঁছেই আনন্দে ডগমগ বিন্নি—ওয়াও!
বিজয় মানে নয়তো বিরোধ প্রফুল্ল এক মন, উঁচু নিচু নয় ভেদাভেদ সবাই আপন জন।